খুলনায় অস্ত্র আইনের মামলায় ডুমুরিয়ার রফিক জোয়ার্দারের ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হল- ডুমুরিয়া উপজেলার ঢহেড়া গ্রামের আনসার জোয়ার্দারের ছেলে রফিক জোয়ার্দার (৪৮)। সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৬ অক্টোবর রাতে ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে রফিক জোয়ার্দারকে গ্রেফতার করে পুলিশ। সে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা।
তার নামে ডুমুরিয়া থানায় ২১টি ও যশোর থানায় দু’টি মামলা রয়েছে। ওই ঘটনায় ডুমুরিয়া থানার এস আই গোলাম কিবরিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (যার নং ১৭)।
একই বছরের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোঃ তফিকুল ইসলাম আসামী রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারাধীন সময়ে আদালত ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপক্ষে মামলটি পরিচালনা করেন এপিপি এ্যাড. হেমন্ত কুমার সরকার।