সৈয়দপুরের উপর দিয়া ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যাত্রিবাহি ট্রেনটি যাত্রার বিরতি না দিয়ে চইলা যায়, বুকটা ফাইটা যায়। এই ¯ে¬াগানকে সামনে রেখে ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি ট্রেনের যাত্রাবিরতির দাবীতে সৈয়দপুরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিারব (১৪ মার্চ) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।
সাংবাদিক সাব্বির আহমেদ সাবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য রুহুল আলম মাস্টার, দৈনিক প্রথমআলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বাংলাদেশ জাসদ সৈয়দপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নাট্য সংগঠক যুদ্ধাহত আতাউর রহমান ময়না, আ’লীগ নেতা সমাজসেবক মতি জোতদার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু, জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক প্রমুখ। সৈয়দপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনটি সঞ্চালনা করেন সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান।
বক্তারা বলেন, বিভিন্ন কারণে এ অঞ্চলের মানুষ নিয়মিত ভারতে যাতায়াত করেন। ভৌগলিক বিবেচনায় হলো সৈয়দপুর রংপুর বিভাগের ৮ জেলাবাসীর সুবিধাজনক স্টেশন । এছাড়া এখানে রয়েছে দেশের বৃহৎ রেলওয়ে কারখানা ও আন্তর্জাতিক বিমানবন্দর। রেলওয়ে কারখানাটিতে নির্মিত হয় ট্রেনের বগি সহ নাট বল্টু। নির্মিত এই ট্রেনটিই যাতায়াত করবে ভারতের শিলিগুড়ি। যে শহরের নির্মিত হওয়া ট্রেনে সৈয়দপুরের মানুষ শিলিগুড়ি যেতে না পেরে ঢাকায় গিয়ে আবারও সৈয়দপুর হয়ে ভারত যাওয়া এ অঞ্চলের মানুষের জন্য চরম বিড়ম্বনা শিকার হতে হবে।
মানুষের কষ্ট লাঘবে এ স্টেশনে ইমিগ্রেশন সুবিধা সৃষ্টি করে সৈয়দপুরে ট্রেনটির যাত্রাবিরতি দিতে প্রধানমন্ত্রীসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা। বক্তারা আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্ত্রক্ষেপে দেশের উন্নয়ন চলছে বিদ্যুৎ গতিতে। একই সাথে বাণ্যিজিক শহর সৈয়দপুরে তিনি নির্মান করে চলেছেন দেশের চতুর্থতম বিমানবন্দর। সৈয়দপুরের সাধারন মানুষ ও ব্যবসায়ির সুবিধার্থে সুদৃষ্টি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনটি সৈয়দপুর স্টেশনে যাত্রা বিরতি করলে এ অঞ্চলের ব্যবসায়ি ও সাধারন মানুষের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসায় উন্নত হবে তেমনি সরকারের কোষাগারে ব্যবসার লভ্যাংশ জমবে শত শত কোটি টাকা। সকল দিক বিবেচনা করে দেশের অষ্টম বানিজ্যিক শহর সৈয়দপুরে এ ট্রেনটি যাত্রা বিরতি করার জোড় দাবি জানান তারা।