মাগুরার শ্রীপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান লিমন(২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার দারিয়াপুর পীর সাহেবের মাজারের সামনে থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।
মেহেদী হাসান লিমন শ্রীপুর উপজেলার দারিয়াপুর এলাকার লিটন মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার করা হয়েছে বলে জানা গেছে।