সুনামগঞ্জে বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের লোক উৎসব শুরু হতে না হতেই ঝড়ো হাওয়ায় তা লন্ডভন্ড হয়েগেছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- বাংলাদেশে বিখ্যাত বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামের মাঠে লোক উৎসবের আয়োজন করা হয়।
২দিন ব্যাপী চলবে বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের এই লোক উৎসব। কিন্তু গতকাল শনিবার (১৩ই মার্চ) সন্ধ্যা ৬টায় হঠাৎ ঝড় এসে লন্ডভন্ড করে দিয়েছে সব কিছু। প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী এই ঝড়ে ভেঙ্গে গেছে সাংস্কৃতিক মঞ্চ ও মেলায় আগত শতশত দোকানপাট। এর ফলে থমকে গেছে লোক উৎসবের আমেজ।
এব্যাপারে শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জালাল বলেন- হঠাৎ ঝড়ো হওয়া এসে উৎসবের ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়েছে। এই উৎসব কিভাবে সম্পন্ন করব বুঝতে পারছিনা।