খুলনায় সোমবার দুই হাজার ৬২৫ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩৯৪ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ২৩১ জন।
উপজেলাগুলোর মধ্যে দাকোপ ৫২৬ জন, বটিয়াঘাটায় ২১০ জন, দিঘলিয়া ১৫৬ জন, ডুমুরিয়া ৭৯০ জন, ফুলতলা ৬৫ জন, কয়রা ১৬৪ জন, পাইকগাছা ২৪০ জন, রূপসা ৩৬ জন এবং তেরখাদায় ৪৪ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার ৩৯৬ এবং মহিলা এক হাজার ২২৯ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৪৬ হাজার ৬৪১ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৮ হাজার ১৩৭ এবং মহিলা ৫৮ হাজার ৫০৪ জন।