মেহেরপুরের গাংনী উপজেলা নির্বার্চন অফিসে জাতীয় পরিচয়পত্রের (স্মার্টকার্ড) সংগ্রহ করতে এসেছিলেন বয়োবৃদ্ধ মুনছুর আলী। দীর্ঘ প্রতিক্ষার পর নির্বাচন অফিসার তাকে জানালেন তিনি মৃত। নির্বার্চন অফিসারের মুখে এ কথা শুনে নির্বাক বয়োবৃদ্ধ মুনছুর আলী।
বয়ষ্ক ভাতার টাকা উঠানোর জন্য বিকাশে অ্যাকাউন্ট খোলা লাগবে তাই তিনি রোববার স্মার্টকার্ড তুলতে এসেছিলেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলঅ প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে জানান। তবে এ ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছেন তারা।
মুনছুর আলী গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের রাজাপুর কোদাইলকাটি গ্রামের মৃত মমীন বিশ্বাসের ছেলে। জাতীয় পরিচয়পত্র নং- ৫৭১৪৭৬৩৪৫২৩১৭ জন্ম তারিখ – ১৪-০২-১৯৫০।
মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহম্মেদ জানান, জাতয়ী পরিচয় পত্রে তথ্য সংগ্রহের ক্ষেক্রে যারা নিয়োজিত ছিলেন তারা ব্যাক্তি পরিচয় না জেনে নিজের মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্তি করেছে। এমন অনেক ভুল করে জীবিত ব্যক্তিকে মৃত বলে তথ্য সরবরাহ করেছেন। মহম্মদপুরের আবেদ আলী নামের এক স্কুল শিক্ষক এর ক্ষেত্রে এমন জটিলতা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ বলেন, তিনি গাংনীতে দায়িত্ব নেবার পর থেকে বেশ কয়েকটি এমন জটিলতায় পড়েছেন। এ ক্ষেত্রে আবেদন করা হলে সমস্যার সমাধান করা হবে।