সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম- এমদাদ আহমেদ মঙ্গল (৫০)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ সোমবার (১৫ই মার্চ) সকাল ৯টায় নিজ বসতবাড়ির পানির মটরের বৈদ্যুতিক তারের সাথে স্পষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় এমদাদ আহমেদ মঙ্গল।
পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা এমদাদ আহমেদ মঙ্গলকে মৃত বলে ঘোষনা করেন। তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।