দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা লস্কার আব্দুল মান্নান (৮০) রবিবার বাধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল¬াহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন-আমরা তো আল¬াহর এবং আল¬াহর কাছেই ফিরে যাবো )। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৪ মেয়ে সহ নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার তেরখাদা উপজেলার উত্তর কুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল¬াহ, সরকারি নর্থ খুলনা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুলহক মন্টু, থানার এস আই নাজমুল সহ শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।