বাগেরহাটের কচুয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে কোষ্টাল কনসোর্টিয়াম (কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, জেজেএস, রূপান্তর এবং ওয়াটার এইড) এর পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় গত ৭ ই মার্চ ২০২১ তারিখ থেকে শুরু হয়ে ১৫ই মার্চ পর্যন্ত ৭টি ইউনিয়নে (বাঁধাল,গোপালপুর,ধোপাখালী,কচুয়া সদর,মঘিয়া ,গজালিয়া ও রাড়ীপাড়া) এই পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা সভায় রিসোর্স পার্সন হিসেবে কচুয়া উপজেলার নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলকে পুষ্টি বিষয়ক পরিকল্পনার তাৎপর্য তুলে ধরা হয়।
এই প্রকল্প সরকার ঘোষিত ২০২৫ সালের জিরো অপুষ্টিতে সহায়ক ভ’মিকা পালন করবে বলে উল্লেখ করেন বক্তারা। সভায় স্ব স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ সভাপতিত্ব করেন । সভা সহায়কের ভুমিকা পালন করেন ক্রেইন প্রকল্পের জেজেএস পার্টের উপজেলা সমন্বয়কারী মোসাঃ মাহ্ফুজা আক্তার মনি, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ শরিফুর রহমান ও ঠাকুরপদ ঢালী।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, উপজেলা কৃষি ,মৎস্য,প্রানিসম্পদ , স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা, মহিলা বিষয়ক, সমাজসেবা ,এলজিইডি,শিক্ষা,দপ্তরের উপসহকারী কর্মকর্তা ,ইমাম ,কাজী,নারী প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।