রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস২০২১ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার. বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। এ সময় বিভিন্ন হাট বাজারের সভাপতি ও সধারণ সম্পাদকবৃন্দসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।