মাগুরার শ্রীপুরের গজারিয়া বিলের পানি নিস্কাশনে দূর্গাপুর ও দেবীনগর খাল খনন করে কৃষকের দুর্ভোগ লাঘব। বাখেরা, সুনাইকুন্ডি খাল পুনঃখনন। লাঙ্গলবাধ সড়ক প্রসস্থকরণ কাজে অবৈধভাবে ওয়াপদা ক্যানেল থেকে মাটি উত্তোলন বন্ধ। প্রতিটি ইউনিয়নে প্রয়োজনীয় উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ।
প্রকৃত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা প্রদানসহ প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে জেলা নাগরিক কমিটি (লোকমোর্চা) পক্ষ থেকে সংশ্লিষ্ট দুটি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়। সোমবার সকাল ১১ টায় শহরের ঢাকা রোডে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক কমিটি লোকমোর্চার সভাপতি আব্দুর রউফ মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলোক বোস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক সুশান্ত কুমার প্রামানিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, নাগরিক কমিটি লোকমোর্চার সহসভাপতি জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, সহসভাপতি জেলা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম, নির্বাহী সদস্য জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীপুর উপজেলা কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মিঞা সাহাদৎ হোসেন, সব্দালপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, সহসভাপতি মোল্লা রুস্তম আলী, নির্বাহী সদস্য ও ইউপি মেম্বর আব্দুল হান্নান প্রমুখ।