প্রয়াত কবি বি এম এ হালিম এর এক স্মরণসভা শনিবার সন্ধ্যায় স্থানীয় সৈয়দ আতর আলী পাঠাগারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, স্মরণসভা আয়োজন কমিটির আহ্বায়ক কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু এবং সদস্য সচিব শিকদার ওয়ালিউজ্জামান।
আলোচনা শেষে প্রয়াত কবিপতিœ ও সন্তানদের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন জেলাপ্রশাসক। স্থানীয় কবি-সাহিত্যিক, শিল্পী, উপজেলা ও জেলা প্রশাসন এই আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন। আলোচনায় তাদের এই ঔদার্যকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
বলা যায় এটাই প্রথম দৃষ্টান্ত, একজন আর্থিক অসচ্ছল পরিবারের পাশে কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, রাজনীতিক ও প্রশাসক যুগপৎভাবে দাঁড়িয়েছেন। আলোচকদের প্রত্যাশা এই ধারা অব্যাহত রাখা।
আলোচনায় আরো জানানো হয়, বৃহৎ আঙ্গিকে স্মরণসভার আয়োজন করা হবে এবং এই দুস্থ পরিবারের পাশে থাকবে সবাই। কবি বি এম এ হালিম এর একটি স্মারকগ্রন্থ প্রকাশ করার প্রস্তাব এলে জেলা প্রশাসক জেলা শিল্পকলার পক্ষ থেকে অর্থায়ন করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী।