সুনামগঞ্জে বর্ধিত সময়েও হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মান সম্পন্ন না করার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সুনামগঞ্জ আলফাতস্কয়ার ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে বক্তারা বলেন বাঁধ ভেঙ্গে হাওরের ফসলের ক্ষতি হলে কৃষকের কাছে সংশ্লিষ্টদের জবাবদিহী করতে হবে এবং যথা সময়ে বাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়াও ব্যাক্ত করা হয়।
কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, এছাড়া বক্তব্য দেন উপদেষ্টা শিলা রায়, রমেন্দ্র কুমার দে, বিকাশ রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, এ কে কুদরত পাশা, বিশ^ম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গণি আনছারী, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি সাজ্জাদুর রহমান, তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুসায়েল আহমদ, উপ¯ি’ত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলী নূর, প্রভাষক ফজলুল করিম সাঈদ, বিশ^ম্ভরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান বশির প্রমুখ।