গত দুই বছরের ধারাবাহিকতায় বুদ্ধিবৃক্তিক সহায়তা হিসেবে অমর একুশে বইমেলা ২০২১ এর নকশা ও অন্যান্য নান্দনিক ধারণা প্রণয়নের জন্য বাংলা একাডেমী ও এক নির্ঝর কোলাবোরেশনস্ (EKNC) এর মধ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়। সৃজনশীলতার ক্ষেত্রে সামাজিক দায়িত্ব হিসেবে স্থপতি এনামুল করিম নির্ঝরের উদ্যোগ।
সম্প্রতি এই বিষয়ে বাংলা একাডেমী প্রাঙ্গণে মাননীয় যুগ্মসচিব জনাব এ.এইচ.এম. লোকমান এবং এক নির্ঝর কোলাবোরেশনস্ (ই.কে.এন.সি) ও সিস্টেম আর্কিটেক্টস্ এর প্রতিষ্ঠাতা স্থপতি এনামুল করিম নির্ঝরের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে সদস্য সচিব ডঃ জালাল আহমেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমাদের ঐতিহ্যের অংশ এই জাতীয় পর্যায়ের আয়োজনটি থেকে তিনি বা তাঁর প্রতিষ্ঠান এক নির্ঝর কোলাবোরেশনস্ (ই.কে.এন.সি) – সিস্টেম আর্কিটেক্টস, কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেন না এবং স্বপ্ন দেখেন একটি বুদ্ধিদীপ্ত তরুন প্রজন্মের যারা এই দায়বদ্ধতা অনুধাবন করে আমাদের সাংস্কৃতিক চর্চাকে আগামীতে বিকশিত করবে।