মুজিব জন্ম শতবর্ষ এবং জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০২১ তারিখ বিফএফডিসি’র ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলায় স্টুডিও এবং তৎসংলগ্ন মাঠে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ‘শিশু মেলা’। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“প।
মেলাটি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে এটিএন বাংলায়। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ৪টি ক্যাটাগরীতে ৬-১৫ বছয় বয়সী শিশু-কিশোররা নাচ, গান, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২৮ ফেব্র“য়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলে।
১২ মার্চ রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীদের অডিশন অনুষ্ঠিত হয়। প্রতি বিভাগ থেকে ২৫ জন প্রতিযোগী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ন হয়েছে। এসব প্রতিযোগীদের নিয়ে ১৭ মার্চ দিনব্যাপী প্রতিযোগিতা এবং মেলা অনুষ্ঠিত হবে। স্টুডিওতে প্রতিযোগিতার পাশাপাশি সামনের খেলার মাঠে মেলার আবহ তৈরি করা হবে।
নাচের প্রতিযোগিতার বিচারক হিসেবে ধাকবেন মুনমুন আহমেদ, সোহেল রহমান এবং তামান্না রহমান। সঙ্গীতের বিচারক হিসেবে ধাকবেন নকীব খান, শুভ্র দেব এবং দিনাত জাহান মুন্নি। আবৃত্তির বিচারক হিসেবে ধাকবেন শিমুল মুস্তাফা, ভাস্বর বন্দোপাধ্যায় এবং নায়লা তারান্নুম কাকীল। চিত্রাঙ্কনের বিচারক হিসেবে ধাকবেন কনক চাঁপা চাকমা, বিশ্বজিৎ গোস্বামী এবং সামিনা নাফিজ।
বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“পের পক্ষ থেকে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে অধ্যানের জন্য দশ হাজার শিক্ষার্থীকে ১ লাখ টাকার সমপরিমান শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হবে। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“পের আয়োজনে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা।
শিশু মেলার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন সেলিম দৌলা খান, রুমানা আফরোজ, আব্দুস সাত্তার, লানা খান, কুইন রহমান, মোশতাাক হোসেন, নন্দিনী ইসলাম এবং নাছির খান।