গাজীপুরের কালিয়াকৈরে সামাজিক সচেতনতা ও নাগরিক সম্পৃক্ততা কার্যক্রম লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক মানববন্ধন করেছে কালিয়াকৈর পৌরসভা শিশু সুরক্ষা কমিটি। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্রে জানা গেছে, বাল্য বিবাহ রোধে সোচ্চার, নারী নির্যাতন, শিশু শ্রম বন্ধ, শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত, ঝুঁকিপূর্ণ কাজে দূরে রাখা, দূর্যোগ শিশু ও নারীর প্রতি সংবেদনশীল ও সকল কাজে শিশু ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার শিশু সুরক্ষা কমিটির সচিব নওশেন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাল্টিসেক্টোরাল রেসপন্স টু কোভিড-১৯ প্রকল্প ম্যানেজার মনোয়ারুল ইসলাম প্রমূখ।