জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপললেমঘ্য এটিএন বাংলায় ১৭ মার্চ ২০২১ সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচার হবে ”বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবস” ২০২১ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। জ ই মামুন এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় নির্মিত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী’র সদস্যদের অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি পরিচালক, সেনাসদর, আইটি পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, কমডোর মোহাম্মদ আতিকুর রহমান এনপিপি, এএফডবি¬সি, পিএসসি, বিএন, ডাইরেক্টিং স্টাফ নেভী, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং এয়ার কমডোর মোঃ আব্দুল¬াহ আল মামুন, বিএসপি, এনডিসি, এএফডবি¬সি, পিএসসি,জিডি(পি), পরিচালক, বিমান প্রশিক্ষণ পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস ঢাকা।