ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পৃথক অভিযানে মোটর সাইকেলচোর ও মাদক ব্যবসায়ীসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও গাজা উদ্ধার করে। মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ও নিারপদ ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসাবে মঙ্গলবার ডিবির এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের রাঘবপুরে অভিযান পরিচালনা করে একটি চোরাই মটর সাইকেলসহ তিন মটরসাইকেল চোরকে গ্রেফতার করে। তারা হলো, গেীরীপুরের ভাংনামারীর কবির হোসেন নগরীর নওমহলের সীমান্ত ও পাটগুদামের নূর মোহাম্মদ।
এছাড়া এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর দিঘারকান্দা থেকে ২ শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গফরগাওয়ের পাগলা এলাকার মোঃ ওয়াসিমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।