কুমিল্লা জেলার নবনিযুক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে হোমনা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রুমন দের সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খন্দকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ।