উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের বাধা পেরুলো রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর দ্বিতীয় লেগে আটালান্টাকে ৩-১ ব্যবধানে গুড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে শেষ আটে উঠলো স্প্যানিশ জায়ান্টরা।
হ্যাটট্রিক শিরোপা জয়ের পর টানা দুই মৌসুম যেনো শেষ ষোলোর বাধা টপকাতে পারছিল না রিয়াল। এবার দাপুটে জয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখলো জিদানের দল।
মঙ্গলবার স্তাডিও আলফ্রেদো ডি স্টেফানোতে ৩৪ মিনিটে করিম বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। ঘরের মাঠে ৬০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস।
৮৩ মিনিটে এক গোল শোধ দেন লুইস ফার্নেন্দো মুরিয়েল ফ্রুটো। তবে পরের মিনিটেই মার্কো আসেনসিওর নিশানাভেদে জয়ের আনন্দে মাতে রিয়াল মাদ্রিদ।