বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন হোক রঙ্গিন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, কালিয়াকৈর প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
উপজেলা প্রশসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদনান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীসহ আরো অনেকে।