বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষ্যে জাতির জনকের প্রতীকৃতিতে সকাল ৮ টায় পুষ্প স্থাবক অর্পণ করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সংগঠন প্রতীকৃতিতে মাল্য দান করেন।
মসজিদে মিলাদ, দোয়া মাহফিল, মন্দির গির্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, জেল খানা, এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া জেলার সকল উপজেলায় সরকারি- বেসরকারি ভাবে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।