ঝিনাইদহে তাবলীগ-জামায়াতের আগামী ২৫,২৬,২৭ মার্চ জেলা এস্তেমা
কামরুজ্জামান, ঝিনাইদাহ প্রতিনিধি :
Update Time :
বুধবার, ১৭ মার্চ, ২০২১
ঝিনাইদহ শহরতলী লাউদিয়া বিআরটিসি মাঠ প্রাঙ্গনে তাবলীগ জামায়াতের (সাদ গ্রুপ) ঝিনাইদহ জেলা এস্তেমা আগামী ২৫,২৬,২৭ মার্চ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারতের, কাকরাইলের মেহমানবৃন্দ ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলার তাবলীগ জামায়াতের অনুসারীরা অংশ গ্রহণ করবেন।