জয়পুরহাটে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি শেষে শহরের জয়পুরহাট শহীদ ডা.আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
প্রথমে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। পরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এবং একে একে পুলিশ সুপার সালাম কবির,জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুহাট প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়।