বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানেরে জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা, পায়রা, বেলুন উড়ানো, এতিমখানা মাদ্রাসার ৫০জন ছাত্র এবং ৫০জন ছাত্রীর মাঝে কোরাআন শরিফ, পাঞ্জাবি, হিজাব ও খাবার বিতরণ করেন এমপি মোঃ শিবলী সাদিক।
বুধবার (১৭ মার্চ ) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে সকাল ১০টায় অনুষ্ঠনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ১১ দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি মোঃ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন্নাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতো, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমার মানিক, কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, সম্পাদক মশিহুর রহমান সহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীর ও সুধি বৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুখ দুঃখসহ তাঁর জীবনের নানা কর্ম ও স্মৃতি স্বরণ রাখতে সবার মাঝে তুলে ধরেন।