ময়মনসিংহে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে সার্কিট হাউজমাঠে ১০০ বার তোপধধ্বনীর মাধ্যমে এই কর্মসূচী শুরু হয়।
সকাল নয়টায় সার্কিট হাউজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, পরে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ফুর দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা ও মহানগর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা শ্রদ্ধা জানান।
এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া এবং অসহায়, এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে শিল্পকলা একাডেমিতে জাতির জনকের জীবন, আদর্শ, কর্মকান্ড এবং মুক্তিযুদ্ধে জাতির জনকের অপরিসীম অবদান তুলে ধরে আলোচনা সভা হয়।