দিনাজপুর জেলার বিরামপুরে “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙ্গীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যকে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মন্ডল প্রমূখ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক/ শিক্ষার্থী ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মমূখী প্রশিক্ষণার্থী মহিলাদের উপস্থিতিতে বক্তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দেশ মাতৃত্ববোধ, উন্নয়নের রাজনীতি ও শিশুদের অধিকার নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের আত্মার মাকফেরাত কামনা, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনার্থে এক দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।