দিনাজপুর জেলার বিরামপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একশত এক জন্মবার্ষিকীতে নব নির্মিত সাব রেজিষ্ট্রার্ড অফিসে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির ৬১ টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা সাব রেজিষ্ট্রার্ড অফিসের আয়োজনে বৃৃক্ষের চারা রোপন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী(ইউএনও) অফিসার পরিমল কুমার সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, সাব রেজিষ্ট্রার্ড কর্মকর্তা মাসুদ রানা, একাডেমিক সুপার ভাইজার মোঃ আব্দুস সালাম, দারিদ্র বিমোচন কর্তকর্তা রফিকুল ইসলাম, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মন্ডল, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আককাস আলী, সাব রেজিষ্ট্রার্ড অফিসের সকল নকল নবীশ ও কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করে নব-নির্মিত সাব রেজিষ্ট্রার্ড অফিসর প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখেন।
পরিশেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সাব রেজিষ্ট্রার্ড অফিসের সুন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পৌর মেয়র ও উপস্থিত সবাইকে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের চারা রোপনের শুভ উদ্বোধন করেন।