স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা ও বাঙালি জাতিকে স্বাদীন করার আজীবন স্বপ্ন লালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকল প্রতিবন্ধকতা জয় করে বাঙালিকে দিয়েছেন মুক্তির আনন্দ। বাঙালি জাতির সেই প্রাণপুরুষ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ভোলায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল, ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু। বিধি মোতাবেক জেলা পর্যায়ের সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত এলইডি স্ক্রিনে কেন্দ্রীয়ভাবে তৈরীকৃত থিম সংগীত, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপরে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ও তথ্যচিত্র সম্প্রচার। সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
প্রথমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ সভাপতি, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জেল সুপার, আনসার, পৌরসভা, ব্যাংক, হাসপাতালসহ জেলার সকল সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অপর্নের পর জেলা প্রশাসকের কার্যালয়ে এক দোয়ার অনুষ্ঠান হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ঈমাম।
এরপর জেলা আওয়ামীলীগ শহরের ভাসানী মঞ্চে অনুষ্ঠান এবং শহরে এক বিশাল র্যালীবের করে। শহরের চিলি চায়নিজ হোটেলে জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, পৌরসভায় মেয়র এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কেক কাটেন।
সকাল ১১টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে চিত্রাঙ্কন, বক্তৃতা, গল্পবলা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা। সকল মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মগফিরাত/শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা।
দুপুর ২টায় নতুন বাজার এলাকা, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, প্রতিবন্ধী স্কুল, দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন। সন্ধ্যায় ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমীতে সমাপনী ও পুরস্কার বিতরণ।