জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে আলোচনা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বৃধবার দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপ ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমীন বিউটি, সদস্য আরজুনা কবির, আব্দুল খালেক, জেলা আওয়ামীলীগের এডভোকেট ফরিদ আহমেদ, কাজী মনজুর মুর্শেদ রাজু, ফজলুর রহমান।
পরে কাচারী মসজিদের ইমামের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে বিশাল কেককাটা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।