প্রভিডেন্ড ফান্ডের টাকা উঠানোর জন্য ২০ হাজার টাকা দাবি করেন অডিটর। এর নিচে দিলে কাজ হবে না। এক পর্যায়ে ১৫ হাজার টাকায় কাজ করার চুক্তিতে রাজি হন জেলার ডুমুরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসের অডিটর মো: আলমগীর হোসেন।
১৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান জানান, ডুমুরিয়ার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রনজিত কুমার নন্দীর প্রভিডেন্ড ফান্ডের টাকা উত্তোলন করা জন্য প্রথমে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন। এক পর্যায়ে তিনি ১৫ হাজার টাকায় রাজি হন।
এ ঘটনাটি দুদককে জানান ডা. রনজিত কুমার নন্দী। বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় মো. আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।