জাতির দুঃসময়ে শিল্পী সাহিত্যিকরা মানুষকে উজ্জিবিত করেছে। তাদের অনুপ্রেরনায় গড়ে উঠেছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধ আন্দোলন সংগ্রাম। করোনা ভাইরাসের কারণে কর্মহীন শিল্পী ও কলা কুশলীদের মাঝে প্রধান মন্ত্রীর প্রনদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাফুজ্জামান শিখর একথা বলেন।
মাগুরা নোমানী ময়দানে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট কামরুজ্জামান, জেলা ত্রান কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। সংসদ সদস্য মাগুরার ৪৩৮ জন শিল্পী কলাকুশলীর মধ্যে ৪৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।
সংসদ সদস্য মাগুরার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশ যখন তলানীতে তখন মাত্র ১৩ বছরে জননেত্রী শেখ হাসিনা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। এটা সম্ভব হয়েছে মানুষের প্রতি ভালবাসা আর দেশ প্রেমের কারনে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে এ আশায় জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
কারন বঙ্গবন্ধু মানুষের মুখে হাসি ফোটাতে চেয়ে ছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের নির্মম হত্যাকান্ডে বঙ্গবন্ধুকে প্রান দিতে হয়। ফলে তিনি মানুষের মুখে হাসি দেখতে পাননি। তার যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন।
সংসদ সদস্য দেশের অগ্রগতির স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগনের প্রতি আহবান জানান। এর আগে সংসদ সদস্য মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৫ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।