নওগাঁর পোরশায় ৬টি চোরাই মোবাইলসহ আব্দুর রশিদ(৩৮) ও আব্দুর রশিদ(৩০) নামের দুই চোরকে আটক করেছে পোরশা থানা পুলিশ । আটকৃত আব্দুর রশিদ উপজেলার ধুলাডাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও অপরজন সারাইগাছী মোঠপুকুরিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে পোরশা উপজেলার পুরোইল গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার এসআই জান্নাতুল ফেরদৌস ও এসআই শীতল কুমার ৬টি চোরাই মোবাইলসহ তাদেরকে আটক করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, তারা দুজন দীর্ঘদিন ধরে মোবাইল চুরির সাথে জড়িত। বিভিন্নস্থান থেকে তারা মোবাইল চুরি করে ব্যবসা করতো। তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।