মহম্মদপুরের কাতলাসুরের মাঠে ১৩তম ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর চৈত্র মসের ৩ তারিখে এই গ্রামীণ মেলা এবং ঘোড়দৌড় হয়ে আসছে। বুধবার দুপুর সাড়ে তিন টার সময় কাতলাসুরের মাঠে শুরু হয় কাঙ্খিত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা।
বার্ষিক এই মেলাকে ঘিরে এলাকার প্রায় ২০টি গ্রামের সকল বয়াসের মানুষ মেতে ওঠে উৎসব আমেজে। মৃৎশিল্পিদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টলসহ মিষ্টির দোকান বসে এই মেলায়।
মেলার দিন দুপুর থেকে কাতলা সুরের মাঠ এলাকার শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেনীপেশার মানুষ এক কাতারে সামিল হয় দুচোখ ভরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করবে বলে।
দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫টি ঘোড়া অংশ নেয় এই প্রতিযোগিতায়। দুপুর ৩ ঘটিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহুর্তে ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত। এরপর শুরু হয় কাঙ্খিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা।
চৈত্রের ঝাঁজালো রোদ উপেক্ষা করে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে হাজারও দর্শক। প্রতিযোগিতা শেষথেক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।