মেহেরপুরের গাংনী এ উপজেলার কাস্টদহ গ্রামের মসজিদের পাশ থেকে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকালে গাংনী থানা পুলিশের একটি টীম লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটিকে উদ্ধার করে পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, স্থানীয়রা বোমা সদৃশ্য বস্তুটিকে দেখে গ্রাম পুলিশকে জানালে গ্রাম পুলিশ থানাকে অবহিত করেন। গাংনী থানার এসআই জহির রায়হান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে পানি ভর্তি বালতিতে চুবিয়ে থানায় নিয়ে আসেন।