জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে শিশু ও অসহায় পরিবারের মাঝে খাবার ও মিষ্টান্ন বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
গতকাল বৃহস্পতিবার সিটির ১২ নং ওয়ার্ডের চলি¬শবাড়ি ও ছত্রিশবাড়ি কলোনি এলাকায় অসহায়, ছিনমূল ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু সব সময় শিশুদের কথা ভেবেছেন এবং তাদেরকে ভালবেসেছেন। আমরা শিশুদের উন্নয়ন ও বিকাশে যত উদ্যোগ দেখি তার অধিকাংশই নিয়েছিলেন বঙ্গবন্ধু। শিশুদের প্রতি তাঁর ছিল অপরিসীম ভালবাসা আর আন্তরিকতা।
মেয়র আরোও বলেন, আমরা যদি শিশুদের যথাযথ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিতে ব্যর্থ হই, তাহলে আমাদের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। অসহায়, ছিনমূল ও দরিদ্র পরিবারের শিশুদের পাশে সব থাকার অঙ্গিকার ব্যক্ত করেন মেয়র টিটু।
এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।