বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।
শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় মানিকপুর গ্রামের বাড়িতে ষষ্ঠ ও শেষ জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে। প্রয়াত মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মওদুদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই প্রবীন রাজনীতিবিদ। এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে হেলিকপ্টারযোগে মওদুদ আহমদের মরদেহ নোয়াখালী নিয়ে আসা হবে।
এখানে জুমার নামাজের পর মওদুদ আহমদের নির্বাচনী এলাকার কবিরহাট সরকারি কলেজ মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে। এরপর ষষ্ঠ ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে মওদুদ আহমদের জন্মস্থান কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের বাড়িতে।
প্রবীন এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো নোয়াখালী জুড়ে। দলমত–নির্বিশেষে সব শ্রেণি–পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জেলার প্রবীণ এই রাজনীতিক ও আইনজ্ঞের মৃত্যুতে শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
এর আগে মঙ্গলবার বাংলাদেশে সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মওদুদ আহমদ। গেলো ১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য মওদুদ আহমদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল।