কুড়িগ্রামের উলিপুরে আবু হেনা মুস্তফার ২য় গ্রন্থ “উলিপুরের নদী ও জলপ্রবাহ ” বইটির মোড়ক উন্মোচিত হয়েছে। গতকাল ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ টায় উলিপুর বণিক সমিতি হলরুমে বইটির মোড়ক উন্মোচন করেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক এম এ মতিন।
এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মামুন সরকার মিঠু, অধ্যাপক হরিগোপাল সরকার, অধ্যক্ষ দেবব্রত রায়, বণিক সমিতির সভাপতি জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পার্থ সারথী সরকার, ইকবাল হোসন চাঁদ, তপন সেন গুপ্ত, রথীন্দ্র প্রসাদ পান্ডে, প্রভাষক স ম আল-মামুন সবুজ, সহকারী অধ্যাপক শামীম আখতার আমিন, সৈয়দা উম্মে হাবিবা পলি। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক স ম আল-মামুন সবুজ ও মিনহাজ আহমেদ মুকুল।
উলিপুরের পাশ দিয়ে প্রবাহিত নদীর বিশদ বর্ননা রয়েছে বইটিতে । এ ছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমর, বুড়িতিস্তা, ধরলার বর্ণনা রয়েছে এ বইয়ে। নদীভিত্তিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিশদ বিবরণও রয়েছে !
এর আগে অধ্যাপক আবুহেনা মুস্তফার ” উলিপুরের ইতিহাস ” নামের একটি প্রামাণ্য দালিলিক বই এর মোড়ক উম্মোচন হয়েছিল, এটি তার দ্বিতীয় প্রকাশনা।