গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় শনিবার সকালে একটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওই কলোনীর ২৪টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা বিভিন্ন মালামাল। আগুন নেভাতে গিয়ে দুজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
এলাকাবাসীর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে প্রথমে ওই কলোনীর একটি কক্ষে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন ওই কলোনীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের ওই কলোনীতে ২৪টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান মালামাল।
আগুন নেভাতে গিয়ে ওই কলোনী ভাড়াটে মানিক হোসেন ও রাশেদুল ইসলাম নামে দুজন পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে মানিক হোসেন অবস্থা অবনতি হলে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ওই অগ্নিকান্ডের খবর পেয়ে কলোনীর মালিক সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের জন্য খাবারের ব্যবস্থা করেন।
ওই কলোনীর মালিক সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার জানান, আমার কলোনীর ৪৫টি কক্ষের মধ্যে ২৪টি কক্ষ পড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আমার ভাড়াটে মানিক ও রাশেদুল নামে দুজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত মানিককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবারের ব্যবস্থা করেছি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।