খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, আইজিপি স্যারের সরাসরি নির্দেশে সকল প্রকার দুর্নীতিমুক্তভাবে কাজ করতে চাই। মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ থাকবে খুলনা জেলা পুলিশ। কোন প্রকার হয়রানি ছাড়াই পুলিশী সেবা জনসাধারণের দ্বোরগড়ায় পৌঁছানো নিশ্চিত করার চেষ্টা করবো।
বিট পুলিশিং সেবা কার্যকরে সর্বোচ্চ কাজ করবো। সমন্বিত ওয়েলফেয়ার নিশ্চিত করবো। আইজিপি স্যার এই পাঁচটি জায়গা ঠিক করেই দিয়েছেন আমাদের। জেলার যেকোন বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে জেলা পুলিশ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিন্দুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।
২০ মার্চ শনিবার প্রথম কর্মদিবস পালনকালে সময়ের খবরকে এসব কথা বলেছেন তিনি। গত ১৮ মার্চ দায়িত্ব গ্রহন করেছেন তিনি। খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান আজ প্রথম কর্মদিবসে সকাল ১০টায় অফিসে প্রবেশ করেন। প্রথম দিন অফিস প্রাঙ্গণে প্রবেশকালে তাঁকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
বাংলাদেশ পুলিশের চিরায়িত প্রথা অনুযায়ী তাঁকে সালামী প্রদান করা হয়। ছিল লাল গালিচা সংবর্ধনাও। সূত্রমতে, গত ৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে খুলনা জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে মাদারীপুর পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। একই প্রজ্ঞাপনে সদ্যবিদায়ী পুলিশ সুপার এসএম শফিউল¬াহ্কে গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।