সুনামগঞ্জ জেলার শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাংচর করে লুটপাটের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জামালগঞ্জে মহাসমাবেশ ডেকেছে হেফাজত। আগামী রবিবার (২১শে মার্চ) দুপুরে আসছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি উপজেলার খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসার মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এজন্য জামালগঞ্জে চলছে ব্যাপক প্রস্ততি।
এঘটনার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (১৮ই মার্চ) রাত ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেছেন। আজ শুক্রবার ঘটনাটি প্রকাশ হওয়ার পর পুরো জেলা জুড়ে শুরু হয় তোলাপাড়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার জামালগঞ্জ উপজেলার খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসার মহাসম্মেলনে প্রধান অতিথি হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচার-প্রচারনা শুরু করা হয়েছে। চাপানো হয়েছে পোষ্টার। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুমনি না নিয়েই মহাসম্মেলনের পোষ্টারে তার নাম ব্যবহার করা হয়েছে। এই বিষয়টি জানতে পেরে দেয় উত্তেজনা।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন- আমার অনুমতি না নিয়েই মাদ্রাসার শিক্ষকরা তাদের পোষ্টারে আমার নাম ব্যবহার করে পোষ্টার ছেপেছে। তাই আমি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছি।
জামালগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আগামী রবিবার মহিলা মাদ্রাসায় আল্লামা মামুনুল হক আসার উপলক্ষে যে পোষ্টার ছাপানো হয়েছে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম ব্যবহার করার কারণে থানায় একটি জিডি হয়েছে। এব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।