মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন,জোর করে কিংবা আইন প্রয়োগ করে নয়, মানুষকে উদ্বুদ্ধ করে ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চায় পুলিশ।’
রবিবার মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম পথচারী ও সাধারণের মাঝে মাস্ক বিতরণকালে তিনি এ কথা বলেন।
“মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে করোনার ২য় ধাপের সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন, সচেতনতা মুলক প্রচার প্রচারনাসহ নানা কর্মসুচি পালন করে মাগুরা জেলা পুলিশ।
মাগুরায় রবিবার বেলা ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম এ কর্মসুচির উদ্ভোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল ইসলাম, (সদর সার্কেল) তারিক আল মেহেদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদিনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি দেশব্যাপী ২য় ধাপে করোনার প্রকোপ বেড়ে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারন মানুষের মাঝে মাস্কের ব্যাবহার নিশ্চিত করতে বলা হয়। পরে জেলা পুলিশের পক্ষ হতে শহরের ঢাকা রোড, ভায়নামোড়, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ বিবিন্ন সড়কে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরনসহ জনসচেতনতা মুলক প্রচার প্রচারনা চালানো হয়।