কক্সবাজারে সাঙ্গ হল জেনুইন গ্লোবাল এর সপ্তম আসর গ্রান্ড সেলিব্রেশন ও বিজনেস সামিট টুয়েন্টি টুয়েন্টি ওয়ান ! জেনুইন গ্লোবাল এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ফি-বছর জেনুইন গ্লোবাল কর্তৃপক্ষ কক্সবাজারের লং বিচ হোটেল এর বিশাল হলরুমে তিন দিনব্যাপী বর্ষপূর্তির উৎসব ও গ্রান্ড সেলিব্রেশন এর আয়োজন করে আসছে !
গত তিন বছরের মতোই চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে ওই আয়োজনের ব্যত্যয় হয়নি ! গত ১৯ মার্চ শুরু করে ২১ শে মার্চ পর্যন্ত ৩ দিন ব্যাপি ওই মিলন মেলার আয়োজনে সারাদেশের সহস্রাধিক জেনুইন পরিবারের সদস্যরা অংশ নেয় !
আজ রোববার ২১ মার্চ সমাপনী দিনে কক্সবাজারের লং বিচ হোটেল এর হলরুমে জেনুইন গ্লোবাল এর ষষ্ঠ পদবীধারী চারজন পায়োনিয়ার এসিভার কে জমকালো সেলিব্রেশন দেয়া হয়েছে !
চারজন পাইওনিয়ার পদবী অর্জনকারী এসিভারকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিব্রেট করে জেনুইন কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেনুইন গ্লোবাল এর সিইও জনাব ইয়াসিন মোস্তফা, জেনুইন কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান এসএম আব্দুর রশিদ, জেনুইন গ্লোবাল এর মারকেটিং ডিরেক্টর জনাব মনির হোসেন, জেনুইন স্কিল ডেভলপমেন্ট সেন্টার এর মহাপরিচালক জনাব ফয়েজ আলম ভূঁইয়া !
এর আগের দিন ২০ মার্চ দিনব্যাপী স্টার, সুপার স্টার, মডেল, রয়েল ও আইকন পদবী অর্জনকারী শতাধিক সেলিব্রিটিকে সেলিব্রেশন দেয়া হয় !
বর্ষপূর্তির এ আয়োজনে জেনুইন গ্লোবাল এর সিইও জনাব ইয়াসির মোস্তফা নতুন তিনটি পণ্যের মোড়ক উন্মোচন করেন !