মহামারী করোনা মোকাবেলায় জয়পুরহাটে পুলিশ ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২১ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) জামিলুর ইসলাম, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ইকবাল হোসেন, সড়ক সম্পাদক রাশেদ আহম্মেদ মিলন প্রমূখ।
পরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ভ্রমনরত যাত্রী, পথচারী ও দোকান্দারদের মাঝে করোনার ভয়াবহতা তুলে ধরে বিনামুল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় মহামারী করোনা মোকাবেলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।