রাজবাড়ীত পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার বিকেল প্রতিপক্ষের মারপিটে একজন আহত থানায় অভিযোগ দায়ের । ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ।
এ বিষয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মধু সেখের ছেলে বাতেন সেখ জানান শুক্রবার বিকেল সোনাপুর বাজারে এরশাধের চায়ের দোকানে আমি চা খেতে গেলে পূর্বশত্রুতার জের ধরে পাশ্ববর্তী কালুখালী উপজেলার মাজাবাড়ী ইউনিয়নের তোতা মিয়া ছেলে মোঃ রাজিব ,বুড়োর ছেলে রনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের খালেকের ছেলে মোক্তার সহ 14 /15 জন পরিকল্পিত ভাবে দেশী অস্ত্র সজ্জিত হয়ে আমাকে মারপিট করতে থাকলে আমার চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আমার পকেটে থাকা নগদ 50 হাজার টাকা ও গলায় থাকা 8 আনা ওজনের সমাবর্তনের চেইন ছিনিয়ে নিয়ে যাবার সময় আমাকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।