করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব উদ্যোগে সোমবার (২২মার্চ) বেলা ১১টার দিকে কলারোয়া বাজারে সাধারণ মানুষদের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উক্ত মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক আরিফ মাহমুদ, বেত্রাবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, হেলাতলা ইউপি সদস্য আব্দুস সাত্তার, যুবলীগনেতা রুবেল মল্লিক, ছাত্রলীগনেতা সম্রাট, শেখ মিঠু প্রমুখ।