করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে আবারও তৎপরতা শুরু করেছেন তেরখাদা উপজেলা প্রশাসন। খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের তত্ত্বাবধানে ২২ মার্চ সোমবার দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল¬াহ কাটেংগা বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছেন।
এ সময় তিনি সাধারন মানুষকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরনের আহবান জানান এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচার চালানো হয়। অপরদিকে খুলনা জেলা পুলিশের ত্তত্বাবধানে তেরখাদা থানা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরতে উদ্ভুদ্ধকরণ সহ স্বাস্থ্য সচেতনতায় সর্ব সাধারনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।
২২ মার্চ সোমবার দুপুর তেরখাদা থানার ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন উপজেলার কাটেংগা বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারন জনগনের মাঝে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা বলেন, “নো মাস্ক, নো সার্ভিস” বিষয়ে আমরা সব সরকারি দপ্তর ও বিপনী বিতানগুলোতে “নো মাস্ক, নো সার্ভিস” কার্যক্রম শুরু করেছি।
এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্তক চেষ্টা করছি। যাতে কেউ মাস্ক না পরে বিপনী বিতানগুলোতে না আসে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।