খুলনা মহানগরীতে গত ২৪ ঘন্টায় ৯০ লিটার দেশীয় চোলাই মদ, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৬জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ মার্চ সোমবার এসব ঘটনায় সংশি¬ষ্ট থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- নগরীর লবনচরা ইব্রাহিমা মাদ্রাসা রোডের ইনছান উদ্দিন মিনার ছেলে মোঃ গোলাম রসুল (৩১), মোঃ ফারুক গাজীর ছেলে মোঃ নুর আলম (২৮), দক্ষিণ খালিশপুরেন দত্তপাড়ার মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৮), বাগেরহাটের কচুয়ার আলিপুরের মোঃ জাকির শেখের ছেলে মোঃ রাজু শেখ (২৫), গোপালগঞ্জের মকসুদপুরের বড়ইহাটের মৃত কাশেম মোল্যার ছেলে মোঃ রবিজুল (৫০) ও খুলনার বটিয়াঘাটার ভান্ডারকোর্টের মৃত হারুন অর রশিদের স্ত্রী নগরীর টিবি বাউন্ডারী রোডের বাসিন্দা হোসনেআরা বেগম (৪৫)।
এসব ঘটনায় গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশি¬ষ্ট থানায় ৫টি মাদক মামলা হয়েছে।