ঝিনাইদহ জেলার আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-০ গোলে ঘোড়শাল ইউনিয়নকে পরাজিত করে চাঁদপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ভাষা সৈনিক মুসা মিয়া আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত খেলাটি সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন ঝিনাইদহ-১ আসনের এমপি, জেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল হাই। মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, বিশিষ্ট শিল্পপতি নাসের শাহরিয়ার জাহেদী মুহুল, জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমগম হয়। খেলার প্রথমার্থে চাঁদপুর ইউনিয়ন ১ গোল এবং দ্বিতীয়ার্থে ১ গোল করে মোট ২ গোলে বিজয় লাভ করে।