বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় শৃঙ্খলা না মানলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দলের সভানেত্রী শেখ হাসিনা দলীয় শৃঙঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে।
দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। তানাহলে আপনি যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, আপনাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারন সম্পাদক ও মন্ত্রী ওবাইদুল কাদের।
সোমবার বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না, বাঙালি জাতি হিসেবে স্বীকৃতি পেত না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্যই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল।
তিনি সব সময় এ দেশের মানুষকে নিয়ে চিন্তা করতেন, কীভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। তাই স্বাধীনতার পরবর্তী তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছেন, তা পৃথিবীর বুকে এক বিরল ইতিহাস হয়ে আছে।
তিনি আরও বলেন, পিতার ধারাবাহিকতায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সব ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত করেছেন। তাই তার নেতৃত্বে বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
সম্মেলনের শুরুতেই উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, যুব ও ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন জলিল জন এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল প্রমূখ।